ইয়াতিমখানার চাল বিক্রি করে অর্থ লুট
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) মাজার ওয়াক্ফা এস্টেটের পরিচালনা কমিটির সহ-সভাপতি মন্নান হওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে ইয়াতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর ৭ টন চাল গোপনে বিক্রি করে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওয়াক্ফা এস্টেটের নিয়মিত দ্রব্য সামগ্রী ক্রেতা ও স্থানীয় ঠিকাদার আল-আমিন মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) মাজার ওয়াক্ফা এস্টেটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে থেকে জানা যায়, ৭ টন চাল খোলা মাঠে বিক্রি করার জন্য কিছুদিন পূর্বে মাইকিং করান এস্টেটের সহ-সভাপতি ও প্রশাসনিক কর্মকর্তা। খবর পেয়ে স্থানীয় ঠিকাদারা চাল ক্রয়ের জন্য কেজি প্রতি ৩০.৫০ টাকা দর দাখিল করেন। আরো বেশী দরে বিক্রি করতে পারবে বলে আবার খোলা মাঠে ডাক দেওয়া হবে বলে তারা জানান। ঠিকাদাররা চাল ক্রয় করলে ব্যাংকের জমা রশিদ এস্টেটে জমা হয় তাই কোন রকম ডাক না দিয়ে পরিমানে কম দেখিয়ে গত ২১ জুন গোপনে ওই চাল বিক্রি করে অতিরিক্ত অর্থ ভাগাভাগি করে নেয়।
এ বিষয়ে ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) মাজার ওয়াক্ফা এস্টেটের পরিচালনা কমিটির সহ-সভাপতি অভিযুক্ত মন্নান হওলাদার বলেন, আমি স্থানে নাই। চাল বিক্রি হয়েছে কিনা আমি জানিনা। ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) মাজার ওয়াক্ফা এস্টেটের প্রশাসনিক কর্মকর্তা অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, এ বিষয় আমি কিছু বলতে চাচ্ছি না।
মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) মাজার ওয়াক্ফা এস্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, অভিযোগ কতটুকু যুক্তি সংজ্ঞত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।