সীমিত পরিসরে ফুলবাড়িয়ায় আ’লীগের পতাকা উত্তোলন
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
সংগ্রাম, অর্জন এবং গৌরবের ৭২ বছর। গণমানুষের আস্থা ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে ফুলবাড়িয়া উপজেলা শাখা আয়োজিত সীমিত পরিসরে দলীয় অফিসে পতাকা উত্তোলন করা হয়। এতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আ: মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, জেলা আওয়ামীলীগ নেতা এড. ইমদাদুল হক সেলিম, মহিলা আ’লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি সহ আ’লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পতাকা উত্তোলনে অংশ নেন।