জামালপুরে কৃষক নিখোঁজের দুই দিন পরও উদ্ধার হয়নি
শামীম আলম (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জে সাতাঁর কেটে নদী পারাপারের সময় ব্রম্মপুত্র নদের পানিতে ডুবে সোলাইমান হক নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ ১০ - ১২ ঘন্টা চেষ্টা করেও কৃষক সোলাইমান হককে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, ২০ জুন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙগা গ্রামের বাসিন্দা সোলাইমান হক(৬৫) ব্রমম্মপুত্র নদ পার হয়ে ঘাষ কাটতে যায়। সন্ধ্যায় ব্রম্মপুত্র নদ সাতরিয়ে ঘাষ নিয়ে বাড়ি ফেরার পথে নদীর মাঝখানে পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ১২-১৩ ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ কৃষক সোলাইমান হককে আজ দুই দিন পার হলেও উদ্ধার করতে পারেনি।
দেওয়ানগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আশিক আল মারুফ জানান, কৃষক সোলাইমানকে জীবিত বা মৃত কোন অবস্থায়ই উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টায় আছি।