ময়মনসিংহে আর্ন্তজাতিক ইয়োগা দিবস পালিত
এইচ. এম জোবায়ের হোসাইন:
আর্ন্তজাতিক ইয়োগা দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় গতকাল সোমবার রাতে ( ২১ জুন) লাইফ প্লাস ইয়োগা সেন্টার এর উদ্যোগে ইয়োগা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেক ডিষ্টিক ৩১৫এ২ বাংলাদেশ এর সহযোগিতায় সেমিনার, আলোচনা, ডায়াবেটিকস টেষ্ট ও লাইভ প্লাস ইয়োগা সেন্টারের উদ্যোগে ইয়োগা ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
আর্ন্তজাতিক ইয়োগা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লাইফ প্লাস ইয়োগা সেন্টারের প্রধান উপদেষ্ঠা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ সাইফুল ইসলাম পান্নু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, প্রেরনার সভাপতি ফরহাদ হাসান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক নিহারিকা পারভীন ইভা প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের মাধ্যমে ইয়োগা সেন্টারের উন্নয়নে তিনি সহায়তার আস্বাস প্রদান করেন। লাইফ প্লাস ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জুলফিকার হায়দার এর সভাপতিত্বে এ সময় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নারায়ন চন্দ্র দাস, সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এনামুল, ডিরেক্টর ডা: একেএম ওয়ালিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট লায়ন আমান উল্লাহ চৌধুরী সবুজ, জযেন্ট সেক্রেটারী লায়ন আজিজুর রহমান খান, ট্রেজারার লায়ন জুলফিকার হায়দার, মেম্বার লায়ন মাহবুব বিন সাইফ, লায়ন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার শফি কামাল, লায়ন মাসরুফা সুলতানা মিমি সহ উপস্থিত ছিলেন।
ইয়োগার উপকারিতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রফেসর ড. কে এইচ এম নাজমুল হোসেন নাজির ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আল মাহমুদ রতন। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন সামিরা তাবাস্সুম।