শিরোনাম

South east bank ad

গুলশানে বখে যাওয়া যুবকদের গাড়ির রেস, আরো ৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সম্প্রতি গুলশানের বিভিন্ন এলাকায় কিছু বখে যাওয়া যুবক দিনে-রাতে বিভিন্ন সময়ে উচ্চগতি এবং বিকট শব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালিয়ে উক্ত এলাকার জনজীবন অতিষ্ট করে তুলেছিল। এমন পরিস্থিতিতে একজন নাগরিক বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা কর্তৃক পরিচালিত ফেসবুক পেইজের ইনবক্সে জানান।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা তাৎক্ষনিক বিষয়টি ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে অবগত করে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করে। এর প্রেক্ষিতে ডিসি, গুলশান এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গত ২০ জুন ২০২১ তারিখে গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উচ্চগতি এবং বিকট শব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালানোর অভিযোগে ৫ টি গাড়িকে চালক ও আরোহীসহ আটক করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ২১ জুন ২০২১ তারিখ রাতে পূনরায় গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এবং নতুন করে আরো ৯টি গাড়িকে আটক করে।

গাড়ি সমূহ : ঢাকা মেট্রো হ- ৫৯-৮৬১১, ঢাকা মেট্রো গ- ২৫-৫৭৩৫, ঢাকা মেট্রো গ -৪৫-৪৬৮ , ঢাকা মেট্রো গ-১৫-০৪০৩, ঢাকা মেট্রো গ ৩৭-৩০৭০, ঢাকা মেট্রো গ-৩৯-৫৫৬৬, ঢাকা মেট্রো গ -১৫-০২৫৩, ঢাকা মেট্রো গ -১৩-৯০৩৭ এবং ঢাকা মেট্রো-খ-১১-৯৬৫০।

আটককৃত প্রতিটি গাড়ি এবং সেগুলোর চালকদের বিরুদ্ধে ইতোমধ্যে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এধরণের কার্যক্রম পুরোপুরি না থামা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: