শিরোনাম

South east bank ad

করোনা সংক্রমণরোধে গোপালগঞ্জে ৯ দিনের সর্বাত্মক লকডাউনের ঘোষনা

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

করোনা সংক্রমণরোধে আগামীকাল মঙ্গলবার (২২জুন) থেকে গোপালগঞ্জে ৯ দিনের সর্বাত্মক লকডাউনের ঘোষনা করা হয়েছে। এ লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্য রাত পযর্ন্ত।

আজ সোমবার বিকালে মন্ত্রী পরিষদের উপ সচিব মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরিপত্রে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে আগামী ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্য রাত পযর্ন্ত সার্বিক কার্যাবলি-চলাচল বন্ধ ঘোষনা করা হলো। এ সময় শুধু মাত্র আইনশৃংখলা এবং জরুরী পরিসেবা যেমন কৃষি উপকরণ খাদ্য শস্য ও খাদ্য দ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিট-১৯ টিকা প্রদান, বিদ্যুত পানি গ্যাস, ফায়ার সার্ভিসের কাযর্ক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গনমাধ্যম, বেসরকারী নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, জেলায় প্রতিদিনই করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। যা জনস্বার্থের জন্য ঝুঁকিপূণ। এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়। পরে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, গোপারগঞ্জে প্রতিদিনই করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারনে সরকার জেলায় লকডাউনের ঘোষনা দিয়েছে। আমরা ইতিমধ্যে পরিপত্র হাতে পেয়েছি। বিষয়টি সাধারন মানুষকে জানাতে সদরসহ ৫ উপজেলায় মাইকিং করা হচ্ছে। আগামীকাল থেকে কঠোরভাবে লকডাউন পালনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

প্রসঙ্গত, এর আগে স্তানীয় প্রশাসন করোনা সংক্রমরোধে গোপালগঞ্জ পৌর এলাকা, সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলা সদর ও মুকসুদপুর উপজেলা সদরে ৭ দিনের লকডাউন ঘেঅসনা করেছিল। তা চলমান থাকতেই এ আদেশ জারি করা হলো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: