বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) :
হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় জরিনা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। জরিনা উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর সিটকো সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই নারী ব্যক্তিগত কাজে বাহুবল গিয়ে ছিলেন, কাজ শেষে সিএনজিযোগে বাড়িতে ফেরার পথে হঠাৎ সিএনজির গ্যাস শেষ হলে চালক জরিনা বেগমকে পাম্পের সামনে । এ সময় ওই নারী অন্য গাড়ীতে উঠতে পাম্প থেকে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় জরিনাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন । খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: মাইনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে ঘাতক চালক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ের থানার ওসি মো: মাঈনুল ইসলাম জানান, জরিনার পরিবারের কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় লাশ হস্তান্তর করা হয়েছে।