এস আই বি এল থেকে টাকা তুলুন QR code দিয়ে
বাসায় কিংবা অফিসে ভুলে রেখে এসেছেন চেক বই বা ডেবিট কার্ডটি? তো,কি হয়েছে? আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে তাহলে আর চিন্তা কী? এখন থেকে QR code এর মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে কোন শাখার ক্যাশ কাউন্টার হতে নগদ টাকা তুলতে পারবেন। এজন্য আপনার মোবাইলে SIBL now App টি ইন্সটল করতে হবে। প্রতিটি ব্যাংকের শাখায় মোবাইল App এর মাধ্যমে টাকা তুলতে পৃথক ক্যাশ কাউন্টার রয়েছে।