টাঙ্গাইলে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত, আক্রান্ত ১৬৫ জন, মৃত্যু এক
মো: আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে এই রেকর্ড সংখ্যক রোগি শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, দেলদুয়ারে নয় জন, সখিপুর ও ঘাটাইলে তিনজন করে, বাসাইলে দুই জন, কালিহাতীতে ২০ জন, মির্জাপুর ও নাগরপুরে ছয় জন করে, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন ও মধুপুরে এক জন রয়েছে।
বিষয়টি সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন। জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ। জেলায় মোট করোনা রোগি ৬ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছন ৪ চার ৩৯৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরন করেছেন ৯৯জন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বলেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।
রোববার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হবে। সকল সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, সচেতন এবং স্বাস্থ্যবিধি না মামলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়বে। তাই সবাইকে সচেতন হতে হবে।