অর্থনৈতিক অগ্রগতিতে নতুন উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই : এসসিসিআই সভাপতি শোয়েব
দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসা-বাণিজ্য খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই)-এর চেয়ারম্যান আবু তাহের মো. শোয়েব। করোনাকালীন পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য খাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি করা জন্য জোর দিতে হবে। গতকাল রোববার ২০ জুন ২০২১ইং তারিখ ‘নিজ ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চেয়ারম্যান আবু তাহের মো. শোয়েব।
বিসিকের আওতাধীন স্কিটির উদ্যোগে এবং বিসিক, সিলেট কার্যালয় ও এসসিসিআইয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিসিক, সিলেটের ডিজিএম (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার ও সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা প্রমুখ।