মালদ্বীপ হাইকমিশনারের সাথে মতবিনিময় করলেন চিটাগং চেম্বার সভাপতি
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির সম্প্রতি দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে মতবিনিময় করেছেন ।
এ মতবিনিময় সভায় আরো য় উপস্থিত ছিলেন সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন (সিয়াকো) ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান সালাহ্উদ্দীন কাসেম খান, হাইকমিশনের থার্ড সেক্রেটারি ফাথিমাথ মোহামেদ দিদি ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তারা।