পঞ্চগড়ে ৩৭শতক জমির জন্য প্রাণ গেল জাহেদার
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
উত্তরের জেলা পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাত্র ৩৭ শতক জমির জন্য প্রতিপক্ষের হামলায় জাহেদা বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী মুল্লক মিয়া ওই এলাকার ইসরাইল হোসেনকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মুল্লক মিয়া জানান, তার বসতবাড়ির পাশে ৩৭ শতক জমি ভোগ দখলে থাকা জমি তাদের দখলে নিতে আগে থেকেই ইসরাইল ও তার স্বজনরা চেষ্টা চালিয়ে আসছিল। এর প্রেক্ষিতে মুল্লক মিয়া নিজে পঞ্চগড় সিআরপিসি আদালতে মামলা দায়ের করেছিলেন। আদালতের নির্দেশ ক্রমে পুলিশ উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে আসামিপক্ষ বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এই সময় কিছু বুঝে ওঠার আগেই জাহেদা বেগমকে অভিযুক্ত করিম, হাসু ও আকরাম ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। অভিযুক্তদের হামলায় মুল্লক মিয়ার বোন সরুজা বেগম ও ছেলে সাইদুল, শরিফ, মেহেদী আহত হন। অভিযুক্তরা হামলার এক পর্যায়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় ও শোয়ার ঘরের ভাঙ্গচুর চালায়।
জাহেদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। সেখানে সুরুজা বেগমসহ চারজন চিকিৎসাধীন আছেন। তবে সুরুজা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের সদস্যরা।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।