ঝালকাঠি পৌর নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রাজু খান (ঝালকাঠি)
ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার ইছানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
উঠান বৈঠকে নির্বাচনের নানা বিষয় নিয়ে বক্তব্য দেন আওয়ামীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। নির্বাচিত হলে তিনি পৌরসভার সর্বস্তরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগ নেতা সামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহবুব হোসেন, আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান, সদর উপজেলা আওয়ামীলীগেরর সভাপতি অাঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, ব্যবসায়ী সামসুল হক মনু, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির খান, অাওয়ামীলিগ নেতা সোলায়মান হাওলাদার, অাঃ কুদ্দুছ হাওলাদার, পৌর কাউন্সিলার শাহ আলম খান ফারসু, ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ।