ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার
টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অলিম্পিক আসরে ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে থাকে। তবে কোন দল চাইলে ২৩ বছরের বেশি বয়স্ক ৩ জন ফুটবলারকে দলে নিতে পারে। সে হিসেবে খেলতে পারতেন ২৯ বছর বয়সী নেইমার। তবে কোচ তার পরিবর্তে বিবেচনা করেছেন অন্য তিনজনকে। ১৮ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের। দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ।
৩৮ বছর বয়সী দানি আলভেজকে বানানো হয়েছে দলীয় অধিনায়ক। ইনজুরির কারণে কোপা আমেরিকার দলে জায়গা পাননি তিনি। রাখা হয়েছে ৩১ বছর বয়সী গোলকিপার সান্তোস ও সেভিয়ার ২৮ বছর বয়সী ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে।
২০১৬ সালে সবশেষ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলো ব্রাজিল।
টোকিও অলিম্পিকে ব্রাজিলের সূচি (গ্রুপ ডি)
২২ জুলাই: ব্রাজিল বনাম জার্মানি
২৫ জুলাই: ব্রাজিল বনাম আইভরি কোস্ট
২৮ জুলাই: ব্রাজিল বনাম সৌদি আরব