ফুলবাড়িয়ায় নিজ উদ্যোগে বৃক্ষ রোপন করলেন শিশু ও যুবকরা
মো: আব্দুস ছাত্তার :
ফুলবাড়িয়ায় শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দের নিজ উদ্যোগে বুধবার ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারপাশে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেন ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক পারভীন আখতার রেবা, ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম সহ শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ।
এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি'র সহযোগিতায় ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিশু ও যুব ফোরামের সদস্যদের ক্ষুদ্র প্রকল্প হিসেবে ৩ দিনব্যাপী (১৪-১৬জুন) "নেতৃত্ব ও ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরবর্তী নিজ উদ্যোগে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেন তারা। এতে বিদ্যালয়ে বৃক্ষরোপনের পাশাপাশি নিজেরা নিজেদের বাড়ীতে রোপনের জন্য ফলজ গাছের চারা নিয়ে যান।