শিরোনাম

South east bank ad

ত্রিশালে দ্বিতীয় ধাপে ৪০ পাকাবাড়ি পাচ্ছেন গৃহ ও ভূমিহীন পরিবার

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

মুজিব বর্ষে ‘বাংলাদেশের একটি ব্যক্তিও গৃহহীন থাকবে না’, প্রধানমন্ত্রীর এ ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে খাসজমি বরাদ্দ দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনের কার্যক্রম চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গৃহহীন মানুষের জন্য বাড়িঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ প্রকল্পে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দ্বিতীয় ধাপে ৪০টি ঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো ও জমি হস্তান্তর করার প্রক্রিয়া। এসব গৃহের কিছু নির্মাণকাজ প্রায় শেষের দিকে। তবে বাকি কাজটুকু ১/২ দিনের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ধাপে নবনির্মিত গৃহহীনদের জন্য তৈরি ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলোকে ঘর ও ঘরের চাবী বুঝিয়ে দেবে উপজেলার স্থানীয় প্রশাসন।

উপজেলার সকল ইউনিয়নের নির্মিত ঘরগুলোর মান, মাঠপর্যায়ে ঘরের সঠিক উচ্চতা, মাটির নিচের লেয়ার নির্মাণসামগ্রীর মান ও ঘরের ভিত্তি পরীক্ষা করতে নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এমন যুগান্তকারী উদ্যোগের ফলে অনেক অসহায়, প্রতিবন্ধী গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে। নিয়মিত সকল ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করছি, কোথাও কোনো ক্রুটি থাকলে তা সংস্কার করা হচ্ছে পানি ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে কার্যকর সব পদক্ষেপ নেয়া হয়েছে। আশাকরি সরকারের এ উদ্যোগের ফলে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে দেবে।

এবার দ্বিতীয় ধাপে ত্রিশাল উপজেলার ৫টি ইউনিয়নের ৭টি স্পটে ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে। সেগুলো হচ্ছে মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ীতে ২১টি, একই ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে-৩টি, রামপুর ইউনিয়নের গফাকুড়ি গ্রামে-৩টি ও চকরামপুর গ্রামে ৪টি, হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামে ৪টি, কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামে ৩টি এবং বইলর ইউনিয়নের রুদ্রগ্রামে ২টি।

ইতোমধ্যে এই বাড়িগুলোর নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উঁকি দিচ্ছে লাল টিনের তাঁবু। সব বাড়িতে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে।

বিষয়গুলো অবহিত করতে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: