বকেয়া ভাতার দাবীতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশনের প্রশিক্ষনার্থীরা
মেহের মামুন গোপালগঞ্জ :
গোপালগঞ্জে বকেয়া প্রশিক্ষণ ভাতার পরিশোধের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন (ডিপিএম) কোর্সের প্রশিক্ষনার্থীরা।
বুধবার (১৬ জুন) সকাল ১১টার দিকে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে এ বিষয়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী শিপন ঘরামী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিমাসে একজন প্রশিক্ষনার্থীকে ৩ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ প্রথম ৬ মাসের টাকা পরিশোধ করলেও বিগত ২০২০ সালের জুন মাস থেকে প্রায় ১বছর কোন ভাতার টাকা দিচ্ছেনা। বাধ্য হয়ে গোপালগঞ্জ জেলার ২১৭জন প্রশিক্ষণার্থী মানবন্ধনসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এসময় প্রশিক্ষনার্থী আল মামুন সিকদার, পলাশ বিশ্বাস, নিউটন রায়সহ অর্ধশতাধিক প্রশিক্ষনরত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগগ্রহণ করেন।