মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের ঘটনায় মানববন্ধন-প্রতিবাদ সভা
এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা সোহরাব সরদারের বাড়ি ভাঙচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা পরিবার।বুধবার (১৬ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সোহরাব সরদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,সহ সভাপতি আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব সরদারের বাড়িঘর ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি করেন।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল শনিবার (১২ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় শাজাহান খানের বাবা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার পদত্যাগের দাবীতে মানববন্ধনের আয়োজন করে শাজাহান খানের সমর্থকরা।একই সময় ঐ স্থানে পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করে শাহাবুদ্দিন মোল্লার সমর্থরা।এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বাধে।পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষের ছত্রভঙ্গ করে দেয়।ছত্রভঙ্গ করার পরে আবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।এসময় উত্তেজিত নেতাকর্মীরা বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঘটকচর শাখা এবং বেশ কয়েকটি দোকানপাট, ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে। এতে তিন পুলিশসহ আহত হয় অন্তত ১৫ জন।