শিরোনাম

South east bank ad

আনোয়ারায় মা ও শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

“মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় মা ও শিশুর সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪-জুন) সকাল ১০টায় পায়াক্ট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়ালস এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এসময় আরোও উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সহ প্রমুখ।

মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রবস বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার রাজনৈতিক ও নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সংবাদকর্মী, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়, যাতে স্ব-স্ব স্থানে এই কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করে দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সচেতনতা বৃদ্ধি করা যায়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. ফাহমিদা হক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: