ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ভিজিএফ ও জিআর অর্থ আত্মসাতের অভিযোগ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান শামীমা খাতুন ও ইউপি সদস্য (মেম্বার) বাবর আলী, কাজল মিয়া ও আব্দুর রহমান দুলাল এর বিরুদ্ধে ভিজিএফ ও জিআর এর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: আইয়ুব আলী খান।
ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর প্রেরিত অভিযোগ থেকে জানা যায়, সরকার অসহায় ও দু:স্থদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বালিয়ান ইউনিয়নে ৭হাজার ১১৫ জনের মধ্যে ৪৫০/- টাকা বরাদ্দ প্রদান করা হয়। সেই সাথে একই অংকে জিআর ৫৫৬ জনের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। এসব তালিকা অনুযায়ী তালিকাভুক্ত উপকারভোগিরা নগদ অর্থ পায়নি। এমন কি উপকারভোগির নাম মহিলা এবং তার পিতা/স্বামীর নাম মহিলা এরকম তালিকা পেশ করে নগদ অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়াও উপকারভোগির নাম একাধিকবার লিপিবদ্ধ করা হয়েছে। জিআর বিতরণে অনিয়মের শেষ নেই। যাদের নাম ভিজিএফ এ আছে তাদের নাম আবার জিআর এ দেখা যায়। নাম প্রদানের ক্ষেত্রে নিজেদের স্বজনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাবা, মা, খালু, চাচা, চাচী, ভাই বেরাদরাও স্থান পেয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান শামীমা খাতুন বলেন, আমি নিয়ম অনুযায়ী বিতরণ করেছি। এখানে কোন অনিয়ম হয়নি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।