শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে বাবার চিকিৎসার খরচ যোগাতে গিয়ে অটোভ্যান খোয়া

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):

পাঁচ জনের সংসারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি পরিবারের কর্তা একরামুল হক।দীর্ঘদিন যাবত ভ্যান চালিয়ে সংসারের ঘানি টানছেন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা ঋণ নিয়ে পুরাতন অটোভ্যানটি বিক্রি করে ৪৭ হাজার টাকায় একটি নতুন অটোভ্যান করেন একরামুল। সংসার ভালই চলছিল তার,সুখে ছিল তারা।কিন্তু বিধিবাম সুখ তার সইলো না। কিছুদিন আগে পঞ্চগড়ের সুগার মিল বাজারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে পড়ে একরামুল।প্রচন্ড আঘাত পায় কোমরে,ক্ষত হয় শরীরের বেশ কয়েক জায়গায়। কিছুদিনের জন্য ঠাঁই হয় পঞ্চগড় সদর হাসপাতালে। কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ মতে বাড়িতে বিশ্রাম। কিন্তু বিশ্রামে থাকলে ৪জনের সংসারের খাবার ও নিজের ঔষধ আসবে কথা থেকে। তাই তো অসু্স্থ বাবার ঔষধ আর পরিবারের সবার মুখে এক মুঠো খাবার যোগাতে বাবার উপার্জনের এক মাত্র হাতিয়ার অটোভ্যানটি নিয়ে বেড়িয়ে পড়ে ৫ম শ্রেনিতে পড়ুয়া একরামুলের ছেলে সামিরুল(১৪)।

প্রতিদিন সংসার পরিচালনার খরচ বাদে ঔষধ প্রয়োজন ১৫০ শ টাকা।রবিবার সকালে ভ্যান নিয়ে পঞ্চগড়ে আসে। অজানা এক ব্যক্তি ভ্যানে জালাসী মোড় থেকে ভাড়ায় আসে চৌরঙ্গীমোড়ে। পরে চালককে বোদা চন্দনবাড়ী থেকে ঔষধ পত্র ময়দানদিঘী হয়ে পঞ্চগড় আসার কথা বলে ৪০০ টাকায় ভাড়া করে নিয়ে যায় । চন্দনবাড়ী এলাকায় সড়কের নিচে প্রসাব করতে নামে সামিরুল। ওঠে দেখে ওই দূর্বৃত্ত যুবক ভ্যানগাড়ী নিয়ে কেটে পড়েন। অনেক খোঁজাখুজির পরে না পেয়ে রাতেই বোদা ও পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেন।

ভ্যান চালক সামিরুল সংবাদকর্মীদের বলেন, রবিবার দুপুরে পঞ্চগড় থেকে বোদা ভাড়ায় নিয়ে যায় ওই যুবক পরে চন্দনবাড়ী এলাকায় আমি ভ্যান থেকে নেমে প্রসাব করতে গেলে ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি ভ্যান গাড়িটি উদ্ধারের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: