ঝালকাঠিতে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠিতে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। রবিবার বিকালে কেফাইতনগরে সরকারী প্রাইমারি বিদ্যালয়ের মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা অাওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব সরদার মোঃ শাহঅালম, বিশেষ অতিথি ছিলেন জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত তালুকদার।
অাওয়ামীলীগ নেতা অাব্দুল্লাহ ইমাম হোসেন বাবু তালুকদারের সভাপতিত্বে বক্তাব্য রাখেন, জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার সভাপতি অালহাজ্ব সালাহ উদ্দিন অাহম্মেদ ছালেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব হোসেন, অাইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মন্নান রসুল, জেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, পৌর অাওয়ামীলীগের সহ-সভাপতি জালাল অাহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন খান শাহিন, যুবলীগের অাহবায়ক রেজাউল করিম জাকির, অাইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনু, অাওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন খসরু নোমান, পৌর কাউন্সিলার হুমায়ন কবির খান, অাওয়ামীলীগ নেতা মোঃ সোলায়মান হাওলাদার, বাবুল হাওলাদার, যুবলীগ নেতা রুবেল খান।