টাঙ্গাইলে আবার করোনার থাবা, বাড়ছে মৃত্যু ও আক্রান্ত
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭১টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার আক্রান্তের শতকরা হার ৩২.৩৯ শতাংশ। যা গত এক মাসে সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ঘাটাইলে ১০জন, দেলদুয়ারে ৭ জন, কালিহাতীতে ৫ জন, গোপালপুরে একজন রয়েছেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থার ট্রানজিট পয়েন্ট হওয়ায় এ দুই উপজেলায় করোনা শনাক্তের হার অন্য উপজেলাগুলোর তুলনায় অনেক বেশি। ইতোমধ্যে কালিহাতী উপজেলায় দুই দফায় ৩৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলাকেও কড়া নজরদারীতে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ নিয়ে জেলার ১২টি উপজেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ৯৫জন। আরোগ্য লাভ করেছেন ৪৩১২ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৯০৬ জন।