মুন্সিগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ৫ মাস বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার নদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এস.আই) তন্ময় মন্ডল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরন করা হয়েছে।