গাড়ী চাপায় প্রাণ গেল বৃদ্ধার
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মেহের জান (৭৫) নামে এক বৃদ্ধা পিষ্ট হয়ে মারা গেছেন।
নিহত মেহের জান উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মৃত সময় আলীর মেয়ে।
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও শীবপুরের মাঝামাঝি কুটিয়াপুরী বিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে ৯৯৯ জরুরী সেবার কল পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও শীবপুরের মাঝামাঝি কুটিয়াপুরী বিল সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ উদ্ধার গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।