ভোলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে স্বেচ্ছাসেবক লীগের দোয়া অনুষ্ঠিত
সিমা বেগম (ভোলা):
প্রিয় জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভোলা জেলায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১১ জুন) আছরের নামাজ পড়ে জননেত্রী শেখ হাসিনা সুস্থতা ও দীর্ঘজীবি কামনা করে এই দোয়া অনুষ্ঠিত হয়।
১১জুন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের সরকারের সময় তিনি দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এদিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বন্দি থাকা অবস্থায় কারা অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লর ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সুস্থতা কামনা করে ভোলা হাটখোলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এই সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু ছায়েম যুগ্ন আহবায়ক আবিদুল আলম সহ জেলা স্বেচ্ছাসেবকলীগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতা ও কর্মীরা।