সেতুর রেলিং ভেঙে ঔষধ কোম্পানির কাভার্ডভ্যান নিচে পড়ে আহত চার
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্রান্সকম ঔষধ কোম্পানির একটি কাভার্ডভ্যান মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছে ঔষধ কোম্পানির তিন সদস্যসহ এক পথচারী। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৯ জুন) বেলার ১১ টায় মুক্তারপুর সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঔষধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০)ও পথচারী মামুন(৩২)।
মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর(প্রশাসন) মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সেতুতে অবস্থানকালে ওভারট্রেক করতে গিয়ে উল্টোপথে যেয়ে মুন্সীগঞ্জগামী ঔষধ কোম্পানির কাবার ভ্যানের সামনে এসে পড়ে। এতে যাত্রীদেরকে বাঁচাতে বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় কাভার্ডভ্যান। যা সেতুতে উঠবার সিঁড়ি ও একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে আটকে রয়েছে। এ ঘটনায় ঔষধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার ও এক পথচারী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।