গৌরীপুরে তিন গাঁজাসেবীর সাজা
মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে তিন গাঁজা সেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও হাসান মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাকদসেবীদের এ দণ্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রামগোপালপুর এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ আবু তালেব, পিতা- নাহড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকরব শরীফ ও গোলকপুরের মৃত আছিম উদ্দিনের ছেলে মোঃ মিন্টু মিয়া।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল।
ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারি মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে জানান, গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে আবু তালেবকে ৮ মাসের কারাদন্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা, শওকত আকবর শরীফকে ০৩ মাসের কারাদন্ত ও ৫০০ টাকা জরিমানা, মিন্টু মিয়াকে ১ বছর কারাদন্ত ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৫৫০ গ্রাম গাঁজা আগুনে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি। #