শিশুকে ধর্ষনের চেষ্টা মামলা হল শিক্ষকের নামে
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান ওরফে আলামিন (৪০) নামে শিক্ষকের নামে মামলা হয়েছে।
অভিযুক্ত মাহমুদুল হাসান ওরফে আলামিন উপজেলার হবির বাড়ি ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করেন।
মঙ্গলবার (৮ জুন) বেলা ১২ টার দিকে ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে মাহমুদুল হাসান ওরফে আলামিনকে আসামী করে মামলা দায়ের করেন।
এর আগে সোমবার (৭ জুন) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে।
মামলার নথির বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই ভিক্টিম শিশুসহ ৮ থেকে ১০ জন শিশু ওই শিক্ষক আলামিনের কাছে প্রাইভেট পড়ে। প্রতি দিনের মত গতকাল সোমবার ওই শিশু সবার সাথে প্রাইভেট পড়তে যায়।
প্রাইভেট পড়া শেষে বেলা ১২ টার দিকে ওই শিশুকে রেখে সবাইকে ছুটি দিয়ে দেয়। পরে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বিষয়টি কাউকে না বলা জন্য ওই শিশুর হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
কিন্তু শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা বাবার কাছে বলে দেয়। পরে ওই দিন রাতেই মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিলে আজ সেটি মামলা হিসাবে রুজু করে পুলিশ।