শিরোনাম

South east bank ad

আশাবাদী পরিকল্পনা মন্ত্রী : ফিরে পাবেন ছিনতাই হওয়া মোবাইল

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফোন পাওয়া নিয়ে আশাবাদী পরিকল্পনামন্ত্রী। যদিও ১০ দিনেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম এ নিয়ে কাজ করছে। ইতিমধ্যে ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে।
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড় সিগন্যালে গাড়িতে বসে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ছোঁ মেরে তার আইফোন মোবাইল ফোনসেটটি নিয়ে পালায় কে যেন। এরপর থেকে সেটি বন্ধ আছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’
র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের ‍উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। আসলে আইফোনে বেশ কিছু জটিলটা থাকে, এটার লক সহজে খোলা যায় না। এছাড়া অ্যাপল আইডি থাকে সেটা না জানলে খোলা সম্ভব না। যারা আইফোন ব্যবহার করে তারা জানে টেকনিক্যাল কারণে এটা একটু জটিল। ফোন উদ্ধারে আমাদের কাজ চলছে।’

ফোনটির সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘শুধু আমরা না, পুলিশের বিভিন্ন শাখার সবাই মিলে চেষ্টা করছি। কিন্তু এখনো কোনো রেজাল্ট আসছে না।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: