ফাইন্যান্স এশিয়ার `সেরা আন্তর্জাতিক ব্যাংক ২০২১’: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ফাইন্যান্স এশিয়া পুরস্কার ২০২১-এ ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’-এর স্বীকৃতি লাভ করেছে। ২০০৯ সাল থেকে এগারবারের মতো এ পুরস্কার লাভ করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ।
২০২১ সালের প্রথম প্রান্তিকে এই পুরস্কারটি ব্যাংকের পঞ্চম আন্তর্জাতিক পুরস্কার অর্জন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ।
সংবাদ-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুজাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার বিশ্বমানের নেটওয়ার্ক এবং সেবা দিয়ে আসছে স্থানীয় বাজারে।
‘হেয়ার ফর গুড’প্রতিশ্রুতির অংশ হিসাবে, দেশের এসডিজি অর্জনের লক্ষ্যে স্থানীয় সম্প্রদায়কে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। অবকাঠামো উন্নয়নে ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ব্যক্তিপর্যায় ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠান থেকে নিয়ে বড় প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করছে।
এছাড়া আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও নগর উন্নয়নে বড় বিনিয়োগকে সহজলভ্য করে ব্যাংকটি বাংলাদেশের অগ্রগতির বড় অংশীদার। গত বছর আমদানি, রপ্তানিতে অর্থায়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন এবং এসএমই খাতে অর্থায়নে বড় ভূমিকা রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। একই সময়ে কার্ড ব্যবহারের সঙ্গে ধারাবাহিকভাবে বেড়ে ওঠা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী এবং বেশ কয়েকটি উদ্ভাবনী পণ্য প্রবর্তনসহ খুচরা বাজারেও শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে এই ব্যাংক।
বছরের পর বছর বাংলাদেশের খুচরা গ্রাহকদের অর্থায়নে অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ক্রেডিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সলিউশন, স্বয়ংক্রিয় ২৪ ঘণ্টা কল সেন্টারসহ অন্যান্য যুগান্তকারী উদ্ভাবনী সেবা চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।
দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও করোনা মহামারিতে লড়াই করার লক্ষ্যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করেছে। তাৎক্ষণিক সহায়তা এবং জীবন-রক্ষার চিকিৎসা সরঞ্জাম প্রদানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কর্মশক্তি পুনঃর্জীবিত করা একই সঙ্গে দক্ষতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ প্রাপ্তিতে উচ্ছ্বসিত ও আনন্দিত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় দীর্ঘকালীন সেবা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের রয়েছে অনন্য দৃষ্টিভঙ্গি। এই অগ্রযাত্রার অংশী হতে পেরে আমরা আনন্দিত এবং সামনের দিকে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এই অর্জনকে সম্ভব করার জন্য আমাদের গ্রাহক, নিয়ন্ত্রক এবং প্রক্রিয়ায় যুক্ত সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
তিনি আরও বলেন, আমরা সম্প্রতি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য সেরা ডিজিটাল সিএক্স (গ্রাহক অভিজ্ঞতা) বাংলাদেশ অ্যাওয়ার্ড (ডিসিএক্স ২০২১) জিততে পেরেও আনন্দিত। এটি ছিল আমাদের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের ক্রমবর্ধমানশীল প্রয়োজনগুলো পূরণ করতে আমাদের তৎপরতার প্রতিফলন।