ফরিদগঞ্জে মধুমতি ব্যাংকের ৪৫তম শাখার উদ্বোধন
ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মধুমতি ব্যাংকের ৪৫তম শাখা উদ্বোধন হলো।
গতকাল সোমবার ৭ জুন ২০২১ইং সকালে ভার্চ্যুয়াল মাধ্যমে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজমের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে পরে স্থানীয় অতিথিরা ফিতা কেটে মধুমতি ব্যাংকের ব্যাংকের যাত্রা শুরু করেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।