শিরোনাম

South east bank ad

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি এস এম আক্তারুজ্জামান

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বরিশাল রেঞ্জের নতুন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিযুক্ত হয়েছেন এস এম আক্তারুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এস এম আক্তারুজ্জামান ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এস এম আক্তারুজ্জামান রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল হিসেবে সর্বশেষ কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল ও পিরোজপুরের জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তিনি সাহসী ভুমিকা ও দক্ষতার স্বাক্ষর রেখে হয়েছিলেন প্রসংশিত।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে গত ১৭ মে ডিআইজি শফিকুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: