বিউবো ও অগ্রণী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দেওয়ার বিষয়ে বিউবো ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক গতকাল বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে।
বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, বিউবোর সদস্যরাসহ বিউবো ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিউবোর পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এই চুক্তি স্বাক্ষর করেন।