আনোয়ারায় নিয়াজ ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারায় "স্বল্প খরচে দাঁতের উন্নত চিকিৎসা সেবা" এই উপপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ডেন্টাল সহকারী চিকিৎসক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ মোতাহের হোসেনের হাত ধরে নিয়াজ ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (৪ জুন ) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ইউসিবিএল ব্যাংকের পার্শ্বে এটির উদ্বোধন করেন পুলিশ সুপার আমজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহের হোসেনের মা আকতার বেগম, বিশেষ অতিথি ছিলেন , আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর,মানবাধিকার কর্মী মাওলানা তৈয়ব প্রমুখ।
অনুষ্ঠানে নিয়াজ ডেন্টাল কেয়ার এর পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন বলেন,আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত এই জন্য যে, আমাদের আনোয়ারায় এই প্রথম মানসম্মত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ডেন্টাল ল্যাব প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি বিশ্বাস করি এখন থেকে দাঁতের সমস্যায় কোন রোগীকে আর দূরে কোথাও যেতে হবে না।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সুধী মহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।