মুন্সীগঞ্জের শ্রীনগরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
কায়সার সামির (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পারভীন বেগম (৩৫) নামের গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বালাশুর এলাকায় আড়িয়াল বিল থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভিন বেগম (৩৫) উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকার ওয়াহিদ মুন্সীর স্ত্রী।
পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে স্বামীসহ তাকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এর আগে এদিন ভোর ৪ টা’র দিকে উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকা থেকে ওই নারীর স্বামী ওয়াহিদ মুন্সীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, নিহতের মরদেহ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করা হয়ছে। তবে কি কারণে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তীতে হত্যা মামলা দায়ের করা হবে।