শিবচরে সাত বছরের শিশু ধর্ষণের মামলার প্রধান আসামী গ্রেফতার
এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুরের শিবচরে আলোচিত সাত বছরের শিশু ধর্ষণের মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে জেলার সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত হলেন- শিবচরের মাদবরচর খাড়া কান্দি এলাকার লাবলু মাদবরের ছেলে সোহান মাদবর (২০) ।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রবিবার দুপুরে উপজেলার মাদবরচর হাটের কাছে বাড়ীর সামনে শিশুটি বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। এসময় বাজারের মুরগির দোকান্দার সোবাহান মাদবর একটি মুরগী দিবে বলে শিশুটিকে ডেকে তার দোকানে নিয়ে যায়।
দোকান্দারের বাড়ী কাছকাছি হওয়াতে শিশুটি খুব সহজেই দোকান্দারের কথায় মুরগী নিতে দোকানের ভীতরে যায়। এসময় দোকান্দার মেয়েটিকে ভীতরে নিয়ে দোকানের শাটার লাগিয়ে দেয়।পরে মুরগি কাটার ধারালো ছুটি গলায় ধরে ভয় দেখায়ে শিশুটিকে ধর্ষণ করে । এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। প্রথমথে মেয়েটি ভয় কিছু না বললেও পরে পরিবারের লোকের কাছে সব খুলে বলে, এঘটনায় ১৯ মে বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে মুরগী ব্যবসায়ী সোবাহানের বিরুদ্ধে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
শিবচ থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, মাদারীপুর সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে শিশু ধর্ষণের মামলার প্রধান আমাসীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।