কাপাসিয়ায় বাইতুন নূর মসজিদ উদ্বোধন
মেহেদী হাসান সোহেল (গাজীপুর):
গাজীপুর কাপাসিয়া উপজেলার নতুন বাসট্যান্ড সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ এর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ১ জুন মঙ্গলবার ১১ টায় মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
মসজিদ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া ডিগ্রী কলেজ সাবেক আধ্যাপক ফম এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন, আঃ ছামাদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সম্পাদক নূরুল আমীন সিকদার।
এড.মো.আমানত হোসেন খান বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কোটি কোটি টাকা ব্যয় করে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্হাপন করেছেন।