শিরোনাম

South east bank ad

ভোলার মনপুরায় উদ্ধারের ৬ দিন পর দুটি হরিন শাবক অবমুক্ত

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম (ভোলা):

ভোলার মনপুরায় লোকালয়ে থেকে উদ্ধারের ৬ দিন পর দুটি হরিন শাবক বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ মে) উপজেলার চরনিজাম সংরক্ষিত পুরাতন কেওড়া বনে হরিন দুটি অবমুক্ত করে বন বিভাগের কর্মকর্তারা।

এরআগে গত ২৬ মে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছাসের হাত থেকে রক্ষা পেতে হরিন দুটি লোকালয়ে চলে আসে। হরিন শাবক দুটি অসুস্থ ছিলো। বন বিভাগের কর্মকর্তারা তাদের তত্ত্বাবধানে হরিন দুটির চিকিৎসা করায়।এরপর ৬ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হওয়ার পর হরিন দুটি কে বনে অবমুক্ত করা হয়েছে।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হরিন শাবক দুটি বর্তমান সুস্থ্য আছে। পরিবেশ স্বাভাবিক হওয়াতে সুস্থ্য হরিন শাবক দুটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চরনিজামসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বনে কয়েক হাজার হরিন রয়েছে। বৈচিত্রময় এ প্রানী বনের সৌন্দয্য বাড়িয়ে দেয়ার পাশাপাশি পর্যটকদের নজরকাড়ে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: