শিরোনাম

South east bank ad

পাকদীতে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরের তালা ভেঙ্গে লুটপাট ও জমি দখলের অভিযোগ

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসত ঘরের তালা ভেঙ্গে লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই দিন রাতেই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে ভুক্তোভোগী পরিবারটি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাকদী এলাকার দ্বীন ইসলামের সঙ্গে তারই প্রতিবেশি মনিরুজ্জামান ফারুক ও রফিকুল ইসলাম শামীমের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল । জমি ভোগ দখল নিয়ে মাদারীপুর আদালতে একটি মামলাও চলমান। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রফিকুল ইসলাম শামীম দ্বীন ইসলামের দখলকৃত জমি জোড়পূবর্ক দখলে যান। শনিবার সন্ধ্যার পরে রফিকুল ইসলাম শামীম ১০-১৫ জন লোক নিয়ে দ্বীন ইসলামের দখলে থাকা একটি ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল ও জিনিপত্র লুট করে নেয়। এরপর ওই জমির চারিপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে দখলে নয়। বিষয়টি প্রতিকার চেয়ে ওই দিন রাতেই দ্বীন ইসলাম সদর মডেল থানায় মনিরুজ্জামান ফারুক ও রফিকুল ইসলাম শামীমসহ তিন জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে।

ভুক্তোভোগী দ্বীন ইসলাম বলেন, তারা দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে আমাদের ভয়ভীতি দেখেয়ি আমাদের পৈত্রিক জমি দখলে নেয়। প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি ধামকি দেয়। মারতে আসে। আমরা এর বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

অভিযোগের বিষয় জানতে চাইলে রফিকুল ইসলাম শামীম বলেন, ‘ওই জমি আমার দলিল করা পৈত্রিক জমি । তারাই বরং আমাদের জমিতে জোরকরে ঘর উঠিয়েছে। থানায় ওরা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে।’

জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘জমি দখলের অভিযোগ নিয়ে দ্বীন ইসলাম নামে একজন থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনার পরেই আমরা পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: