ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এ.এন.এম শোভা মিয়া আকন্দ ও আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন প্রমূখ।
টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় কাঁঠাল ইউনিয়ন ২-০ গোলে সাখুয়া ইউনিয়নকে পরাজিত করে।