শিরোনাম

South east bank ad

নোংরা পরিবেশে মিষ্টি তৈরির কারখানায় জরিমানা

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ময়মনসিংহের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ মে) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ওই মিষ্টির দোকানে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় দোকানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত এবং সেগুলো সংরক্ষণ হচ্ছে। এছাড়াও বহুদিনের পুরোনো বাসি-পচা মিষ্টি ও টকদই একটি নষ্ট ফ্রিজে রাখা ছিল। যেখানে ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছিল অতি পুরোনো মরিচা ধরা স্টিলের পাত। সেখান থেকে টকদইয়ে পোকামাকড় ও মরিচাধরা পানি পড়ে সেগুলো খাওয়ার অযোগ্য হয়ে গিয়েছিল। সেই সঙ্গে কারখানাটির বিভিন্ন যায়গায় ময়লার স্তূপ ছড়াচ্ছিল বিকট দুর্গন্ধ ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযানে বিপুল পরিমাণ পচা-বাসি দই ও মিষ্টিদ্রব্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। পরে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করার অপরাধে ওই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোকানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য দোকান মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: