শিরোনাম

South east bank ad

একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায় আড়াইহাজার উপজেলার মানিকপুর বাজারের প্রধান রাস্তা

 প্রকাশ: ২৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

মেঘ গর্জন করলেই আতঙ্কে দিগ্বিদিক ছুটে চলে মানুষজন। চিন্তা শুধু একটাই, যত কাজ আছে সেরে নেওয়া। কারণ, বৃষ্টির ফোঁটা পড়তে থাকলে, চলার আর কোনো সুযোগ থাকবে না। একটু পানি জমলেই চলাচলের হয় বড্ড সমস্যা। এমনি দৃশ্য ফুটে ওঠে, আড়াইহাজার উপজেলার মানিকপুর বাজারের প্রধান সড়কে।

গত কিছু দিন ধরেই বৈরি আবহাওয়ার কারণে, দেশের নানান জায়গায় বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি, আবার কোথাও হালকা। কোথাও দিনে একবার, আবার কোনো কোনো স্থানে একাধিক বারও বৃষ্টি ঝড়ছে। এতে করে রাস্তা-ঘাট ও চলাচলের জায়গাগুলো পানিতে ভরপুর হচ্ছে, কোথাও হচ্ছে কর্দমাক্ত। আড়াইহাজারের মানিকপুর বাজারটিও একটি ব্যস্ত বাজার। দিনে প্রায় বহু মানুষের আসা-যাওয়া হয় এই বাজারে। তবে, বৃষ্টি নামলে, পানি জমে কর্দমাক্ত হয়ে ওঠে বাজারে আসা প্রধান রাস্তাটি।

আড়াইহাজার উপজেলার মানিকপুর বাজারে, প্রায় নিত্যদিন ধরেই কর্দমাক্ত হয়ে আছে, বাজারের প্রধান যাতায়াতের রাস্তাটি। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্তের সৃষ্ট হচ্ছে। ফলে, মানুষের চলাচলের যেমন বড় সমস্যা, তেমনি আশেপাশের দোকানগুলোর অবস্থাও সূচনীয় হয়ে পড়েছে। গাড়ি চলাচল করলে, পানি ছিটকে ঢুকে যাচ্ছে কোনো কোনো দোকানের ভিতর। এতে করে সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে বাজারে যাওয়া আসা- গাড়ির চালক, দোকানদার, ও সাধারণ মানুষজন।

রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও, এর যথাযথ ব্যবহার না হওয়ায় ও দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় আটকে গেছে পানি নামানোর ড্রেনটি। এর ফলে, দিনের পর দিন পানি জমছে বাজারের প্রধান রাস্তায়।

দোকানদারেরা জানায়, বৃষ্টি হলে, তাদের ক্রেতার সংখ্যা ঐ সময়ে কমে যায়। কারণ শুধু একটাই, বৃষ্টিতে রাস্তায় পানি জমে কর্দমাক্ত হওয়া। ফলে, লোকসানের দিকে যেতে হয় দোকানদারদের। তারা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, এর সুশৃঙ্খল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায়।

সাধারণ মানুষের মতে, বৃষ্টি হলে আর বাজারে আসার কোন ব্যবস্থা থাকে না। যখন বৃষ্টি হয়, তখন এই পানিতেই দোকানের ময়লা ফেলা হয়। যার কারণে গন্ধযুক্ত পানি ও আবর্জনার স্তূপে পরিণত হয় বাজারের প্রধান রাস্তাটি। এভাবে চলতে থাকলে, সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে বলে তারা জানান। তারা আরো বলেন, রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হলেও, তা সময়ের পরিক্রমায় আটকে গেছে নানান আবর্জনায়। তাই, প্রশাসনিকভাবে এর যথাযথ ব্যবস্থা পুনরুদ্ধার করা অতীব জরুরি বলে তারা দাবি করেন।

প্রশাসনিক তৎপরতায় যদি খুব দ্রুত, এই বাজারের প্রধান রাস্তায় জমে থাকা পানিগুলো নিষ্কাশনের সঠিক পথ অবলম্বন করা হয়, তাহলেই স্বস্তির বেলায় সূর্য দেখবে এখানকার দোকানদার, গাড়ি চালক ও বাজারে আসা-যাওয়া মানুষজন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: