শিরোনাম

South east bank ad

ভোলায় সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ বিতরন

 প্রকাশ: ২৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম (ভোলা):

ভোলায় ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ,তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এ সামগ্রী বিতরন করা ।

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৫' শ পরিবারে জন্য খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রতি পরিবারকে শুকনো খাবার ও ফুড প্যাকেজ বিতরন করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকর্তা ও ভলেন্টিয়ার উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা ভোলার ৫টি উপজেলার এগারো হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আশিংক বিধ্বস্ত ৭৭৩০ টি ঘর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫৭৯ টি ঘর।

জেলার ৫ টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পূর্ণিমার প্রভাব থাকায় নদী পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় জেলার ২৩ চরের ৬৮ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় অছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: