প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় দপ্তরি আটক
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পরিস্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে মারধর করার ঘটনায় ভাইসহ দপ্তরির নামে মামলা হয়েছে।
আসামীরা হলেন, বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি মো. রাকিব খান (২৮) ও তার বড় ভাই মো. নাদিম খান (৩৪)। তারা বারইহাটি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৮ মে) বেলা ২টার দিকে মারধরের শিকার প্রধান শিক্ষিকা নিলুফা খানম বাদী হয়ে দপ্তরি মো. রকিব খান ও বড় ভাই নাদিম খানকে আসামী করে মামলা দায়ের করেন।
বিষয়য়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাশেদুজ্জামান খান বলেন, এ ঘটনায় ভোরে মো. রকিব খানকে আটক করা হয়। এখন তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বড় ভাই নাদিম খানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সুত্র জানায়, মো. রকিব খান বারইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিকে কাজ করতেন। তাকে কর্মস্থল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু ঘটনাটি দিবালোকে হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম স্কুলে ডাকেন দফতরি রাকিবকে। এ সময় তাকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেন শিক্ষক।
এতে রাকিব ক্লাসরুম পরিষ্কার করতে সরাসরি অপারগতা প্রকাশ করেন। বন্ধে কোনোরকম কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। এক কথা দুই কথা হতে হতে স্কুলের মাঠেই প্রধান শিক্ষক নীলুফাকে মারধর করেন দফতরি। এ সময় রাকিবের ভাই এসেও গালমন্দ করেন নীলুফাকে।