শিরোনাম

South east bank ad

পদ্মায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৪

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর সংলগ্ন পদ্মানদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল।

উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে পড়ে ট্রলারটি জাজিরা উপজেলার পালেরচর এলাকার মাঝপদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারটির ১২ জন যাত্রীকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন ৪ জন।

নিহত ১ জনের মরদেহ বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান আকন (৬৫)।

তিনি জাজিরা পৌরসভার মৃত হাবিবুর রহমানের ছেলে। শরিয়তপুর জেলা ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা যায়।
শরিয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বাংলানিউজকে জানান, ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, নৌকাডুবির পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। ৬ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২ শিশুসহ চারজন।

তিনি আরও জানান, ট্রলারটি মাঝিরঘাট বা জাজিরা জিরো পয়েন্ট থেকে ছেড়ে যায়নি। গোপনে পদ্মানদীর অন্যকোনো স্থান থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ঢেউয়ের ধাক্কায় ট্রলারটির ডুবে যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: