ঝালকাঠি সদর হাসপাতালে রোগী নিয়ে দালালদের মধ্যে সংঘর্ষ, আহত ১
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি সদর হাসপাতালে ডায়গনস্টিক সেন্টারের দালাদের মধ্যে মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় মর্ডান ডায়াগস্টিক সেন্টারের চিহ্নিত দালাল শিমুল বেগমকে(৪০) কে সাউদ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টারে মালিক মোস্তফা কামাল ও তার নিয়োগ প্রাপ্ত দালাল বিনাসহ ৪জন মিলে বাঁশ ও হাতুরি পেটাকরে আহত করেছে। বুধবার সকাল ১১টায় হাসপাতাল করিডোরে এই ঘটনা ঘটেছে। রোগীদের স্ব-স্ব ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে। আহত শিমুল বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। শিমুল সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মহদীপুর গ্রামের রতন আলী খার কন্যা।