শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে মৃত হরিন উদ্ধার
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় হতে একটি মৃত. হরিন উদ্ধার করেছে বন-বিভাগ। ২৪ মে(সোমবার) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর এলাকার পুলিশ ফাঁড়ির পার্শের একটি মাঠ থেকে ওই হরিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পশ্চিম রাজাপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন জানান, প্রথমে গ্রামবাসীরা হরিনটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট বন-বিভাগকে খবর দেন।
অপরদিকে, পুর্ব-সুন্দরবনের চাঁদপাই-রেঞ্জের ধান-সাগর ষ্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান,
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমার নেতৃত্বে একদল বনরক্ষী পশ্চিম রাজাপুরের ওই মাঠ থেকে মৃত. অবস্থায় হরিনটি উদ্ধার করেছি। যার আনুমানিক ওজন ১৮ থেকে ২০ কেজি। খাবারের উদ্দেশ্যে পথ ভুলে হরিনটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। তাছাড়া হরিনটির শরীরের পিছনের দিকে কামড়ের চিহৃ পাওয়া গেছে।
লোকালয়ে ঢুকে পড়ার পর কুকুরের আক্রমনে হরিনটির মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে, এছাড়া স্থানীয়দের উপাস্থিতিতে মৃত. হরিনটি মাটি চাপা দেওয়া হবে।