রাজবাড়ীতে জেলেদের সাথে আলোচনা সভা
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়নে জেলেদের সাথে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের ওড়াকান্দা বাজারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশ মাছ বাংলাদেশের সম্পদ। ইলিশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ঘোষিত সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা খুবই জরুরী। ইলিশ আহরণ বন্ধ থাকলে ইলিশ জেলেরা বেকার হয়ে পড়েন। এই সময়ে কোন জেলের পরিবার যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে জন্য ওই সময়ে জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য অফিসার জয়দেব পাল,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ছালামসহ প্রমূখ।