শিরোনাম

South east bank ad

ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদকে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক রিমান্ডে

 প্রকাশ: ২২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আজ শনিবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজধানীর কাকরাইলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির প্রতিবেদক জিহাদুর রহমান জিহাদকে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক মো. হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন । ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী রিমান্ডের এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

জিহাদ ওইদিন সকালে বাসা থেকে সেগুনবাগিচায় যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন জিহাদ। বুক ও মুখমণ্ডলে আঘাত পান তিনি। দাঁতও ভেঙে যায় জিহাদের। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: